ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাতকে নিয়ে একেরপর এক বার্তা দিচ্ছেন যশ

  • পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • 29

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে বিশেষ বন্ধুত্ব, চুপিসারে বেড়াতে যাওয়া, একসঙ্গে থাকা, সর্বোপরি নুসরাতের মা হওয়া-একের পর এক খবরের শিরোনামে যশ। নুসরাতের সন্তানের বাবা কি তিনি? ইন্ডাস্ট্রি থেকে নেটমাধ্যম, প্রতিনিয়ত এই প্রশ্ন ঘুরছে তাকে ঘিরে।

নুসরাত, তার সাবেক স্বামী নিখিল জৈন ও যশের ত্রিমুখী সম্পর্কের কাটা-ছেঁড়া চলছেই। নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছেন একের পর এক। প্রকাশ্যে এ নিয়ে এখনও মুখ না খুললেও ইনস্টাগ্রাম স্টোরিতে মনের অব্যক্ত কথাই যেন বলে দিলেন যশ।

এবার ফরাসি কবি রুমির লেখাকে পুঁজি করে যশ লিখেছেন, ‘যা কিছু আঘাত করে, তাই যেন আশীর্বাদ হয়ে ফেরে। অন্ধকারই (আশার) প্রদীপ। বাঁধার প্রাচীর নতুন কিছু খোঁজের উৎস। ব্যর্থতার চাবি দিয়েই মনের রাজত্বের দরজা খোলে।’

ইনস্টাগ্রামে যশের এই বার্তা দেখে অনেকের মনেই কৌতূহল, তবে কি নিজের জীবনে নতুন অতিথি আসার ঘটনাকে ঘিরেই যশের এমন ভাবনা। এর মাধ্যমে কী নিজের মনেই কথাই বলেছেন এই অভিনেতা? যার জন্য বেছে নিয়েছেন সুফীবাদের অন্যতম প্রাণপুরুষ, কবি রুমির পঙক্তি-‘জীবনের খুশির চাবিকাঠি’।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নুসরাতকে নিয়ে একেরপর এক বার্তা দিচ্ছেন যশ

পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে বিশেষ বন্ধুত্ব, চুপিসারে বেড়াতে যাওয়া, একসঙ্গে থাকা, সর্বোপরি নুসরাতের মা হওয়া-একের পর এক খবরের শিরোনামে যশ। নুসরাতের সন্তানের বাবা কি তিনি? ইন্ডাস্ট্রি থেকে নেটমাধ্যম, প্রতিনিয়ত এই প্রশ্ন ঘুরছে তাকে ঘিরে।

নুসরাত, তার সাবেক স্বামী নিখিল জৈন ও যশের ত্রিমুখী সম্পর্কের কাটা-ছেঁড়া চলছেই। নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছেন একের পর এক। প্রকাশ্যে এ নিয়ে এখনও মুখ না খুললেও ইনস্টাগ্রাম স্টোরিতে মনের অব্যক্ত কথাই যেন বলে দিলেন যশ।

এবার ফরাসি কবি রুমির লেখাকে পুঁজি করে যশ লিখেছেন, ‘যা কিছু আঘাত করে, তাই যেন আশীর্বাদ হয়ে ফেরে। অন্ধকারই (আশার) প্রদীপ। বাঁধার প্রাচীর নতুন কিছু খোঁজের উৎস। ব্যর্থতার চাবি দিয়েই মনের রাজত্বের দরজা খোলে।’

ইনস্টাগ্রামে যশের এই বার্তা দেখে অনেকের মনেই কৌতূহল, তবে কি নিজের জীবনে নতুন অতিথি আসার ঘটনাকে ঘিরেই যশের এমন ভাবনা। এর মাধ্যমে কী নিজের মনেই কথাই বলেছেন এই অভিনেতা? যার জন্য বেছে নিয়েছেন সুফীবাদের অন্যতম প্রাণপুরুষ, কবি রুমির পঙক্তি-‘জীবনের খুশির চাবিকাঠি’।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: