সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮৫ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভা করেছে। এরমধ্যে ৮০ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৫টির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
দেখা গেছে, সম্প্রতি ডিসেম্বর ক্লোজিং ব্যাংক, বীমা ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ঘোষণা করেছে। এখন পর্যন্ত (২১ জুন) কোম্পানিগুলোর পর্ষদ ৩ হাজার ২৪২ কোটি ২৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একইসঙ্গে ১৩৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার ২৮৮টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে জুন ক্লোজিং ১৪৪ কোম্পানির পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ৪ হাজার ৩৭৩ কোটি ৫৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর ৫৬ কোম্পানির পর্ষদ ৫৪ কোটি ২৮ লাখ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। এরমধ্যে ৪৭ কোম্পানির পর্ষদ উভয় লভ্যাংশ ঘোষণা করে।
ডিসেম্বর ক্লোজিং ৮৫ কোম্পানির মধ্যে ৪৪টির পর্ষদ শুধুমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ৭টির পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। আর ২৯ কোম্পানির পর্ষদ উভয় লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৫টির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
তবে এখনো ডিসেম্বর ক্লোজিং কিছু কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন বাকি রয়েছে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
এ বছর এখন পর্যন্ত ৭ কোম্পানির পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষনা করেছে। তবে ন্যূনতম অর্ধেক নগদ লভ্যাংশ ঘোষণা না করার কারনে ওইসব কোম্পানিগুলোকে বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।
নিম্নে ২০২০ সালের ব্যবসায় কোম্পানিগুলোর ঘোষণা করা লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | বোনাসের শেয়ারের সংখ্যা |
সিটি ব্যাংক | ১৭.৫০% নগদ ও ৫% বোনাস | ১৭৭.৮৭ | ৫০৮১৯৩৩৩ |
প্রাইম ব্যাংক | ১৫% নগদ | ১৬৯.৮৪ | |
ইসলামী ব্যাংক | ১০% নগদ | ১৬০.৯৯ | |
আল-আরাফাহ ব্যাংক | ১৫% নগদ | ১৫৯.৭৪ | |
ইস্টার্ন ব্যাংক | ১৭.৫% নগদ ও ১৭.৫% বোনাস | ১৪২.০৬ | ১৪২০৬৪৯২১ |
ব্র্যাক ব্যাংক | ১০% নগদ ও ৫% বোনাস | ১৩২.৫৯ | ৬৬২৯৩৯২৪ |
যমুনা ব্যাংক | ১৭.৫০% নগদ | ১৩১.১১ | |
পূবালি ব্যাংক | ১২.৫০% নগদ | ১২৮.৫৪ | |
প্রিমিয়ার ব্যাংক | ১২.৫% নগদ ও ৭.৫০% বোনাস | ১২১.২৯ | ৭২৭৭২৩৭৬ |
সাউথইস্ট ব্যাংক | ১০% নগদ | ১১৮.৮৯ | |
ব্যাংক এশিয়া | ১০% নগদ | ১১৬.৫৯ | |
লাফার্জহোলসিম | ১০% নগদ | ১১৬.১৪ | |
এক্সিম ব্যাংক | ৭.৫% নগদ ও ২.৫% বোনাস | ১০৫.৯২ | ৩৫৩০৬২৭৭ |
মার্কেন্টাইল ব্যাংক | ১০% নগদ ও ৫% বোনাস | ৯৮.৪০ | ৪৯২০০৮১১ |
ডাচ-বাংলা ব্যাংক | ১৫% নগদ ও ১৫% বোনাস | ৮২.৫০ | ৮২৫০০০০০ |
এনসিসি ব্যাংক | ৭.৫% নগদ ও ৭.৫% বোনাস | ৭০.৯৪ | ৭০৯৪৪৪৮৬ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৭% নগদ ও ৫% বোনাস | ৬৮.৬১ | ৪৯০০৪৬১৭ |
রেকিট বেনকিজার | ১৪০০% নগদ | ৬৬.১৫ | |
লংকাবাংলা ফাইন্যান্স | ১২% নগদ | ৬৪.৬৬ | |
ট্রাস্ট ব্যাংক | ১০% নগদ ও ১০% বোনাস | ৬৪.৩৩ | ৬৪৩২৯৫৯৮ |
উত্তরা ব্যাংক | ১২.৫% নগদ ও ১২.৫% বোনাস | ৬২.৭৪ | ৬২৭৪২৫৯৯ |
ইউসিবি | ৫% নগদ ও ৫% বোনাস | ৬০.৮৮ | ৬০৮৭৬০৪৫ |
লিন্ডে বিডি | ৪০০% নগদ | ৬০.৮৭ | |
আইডিএলসি | ১৫% নগদ ও ৫% বোনাস | ৫৬.৫৬ | ১৮৮৫২৫৩৯ |
ঢাকা ব্যাংক | ৬% নগদ ও ৬% বোনাস | ৫৩.৭৫ | ৫৩৭৫২৩৪৪ |
ওয়ান ব্যাংক | ৬% নগদ ও ৫.৫% বোনাস | ৫৩.১২ | ৪৮৬৯৪০৫২ |
ইউনিলিভার | ৪৪০% নগদ | ৫৩ | |
এনআরবিসি ব্যাংক | ৭.৫% নগদ ও ৫% বোনাস | ৫২.৬৯ | ৩৫১২৫৮৫০ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৪৭.৪৪ | ৪৭৪৩৮০১০ |
স্যোশাল ইসলামী ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৪৬.৯০ | ৪৬৯০০৪২১ |
আইপিডিসি ফাইন্যান্স | ১২% নগদ | ৪৪.৫৩ | |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ২৫% নগদ | ২৬.২৯ | |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ২.৫% নগদ ও ২.৫% বোনাস | ২৫.১৫ | ২৫১৪৯৭৭০ |
ডেল্টা ব্র্যাক হাউজিং | ১৫% নগদ ও ১৫% বোনাস | ২৩.১২ | ২৩১২১৩৮৭ |
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স | ২৪.৫% নগদ ও ৭.৫% বোনাস | ২২.৮৩ | ৬৯৮৯৮৭৪ |
প্রগতি ইন্স্যুরেন্স | ৩০% নগদ | ১৯.৬৮ | |
ইউনাইটেড ফাইন্যান্স | ১০% নগদ | ১৮.৭১ | |
ন্যাশনাল হাউজিং | ১৫% নগদ | ১৭.৫৫ | |
ইসলামিক ফাইন্যান্স | ১০% নগদ | ১৪.০৩ | |
এআইবিএল ফার্স্ট ফান্ড | ১২.২৫% নগদ | ১২.২৫ | |
এমবিএল ফার্স্ট ফান্ড | ১১.৫০% নগদ | ১১.৫০ | |
হাইডেলবার্গ সিমেন্ট | ২০% নগদ | ১১.৩০ | |
বিডি ফাইন্যান্স | ৬% নগদ ও ৬% বোনাস | ১০.০৫ | ১০০৫১৭৭৬ |
ইস্টার্ন ইন্স্যুরেন্স | ২০% নগদ | ৮.৬২ | |
ঢাকা ইন্স্যুরেন্স | ২০% নগদ | ৮.০৩ | |
রূপালি ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৭.৬৭ | |
সিটি জেনারেল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৬.৮২ | |
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যু. | ১৫% নগদ | ৬.৬৪ | |
বাংলাদেশ জেনারেল ইন্স্যু: | ১২% নগদ | ৬.৪৮ | |
ফনিক্স ইন্স্যুরেন্স | ১৫% নগদ | ৬.০৫ | |
সোনারবাংলা ইন্স্যুরেন্স | ১৫% নগদ | ৬.০১ | |
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স | ৭% নগদ ও ৩% বোনাস | ৫.৭০ | ২৪৪৩১২৪ |
এশিয়া ইন্স্যুরেন্স | ১২% নগদ | ৫.৬৫ | |
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স | ১২.৫০% নগদ | ৫.৪১ | |
পিপলস ইন্স্যুরেন্স | ১১% নগদ | ৫.০৮ | |
ইউনাইটেড ইন্স্যুরেন্স | ১১% নগদ | ৪.৯০ | |
কর্ণফুলি ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.৪৯ | |
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.৩১ | |
নর্দার্ণ ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.২৭ | |
তাকাফুল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.২৬ | |
এশিয়া প্যাসিফিক ইন্স্যু. | ১০% নগদ | ৪.২৪ | |
প্রাইম ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.০৯ | |
গ্লোবাল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.০৬ | |
নিটল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪.০২ | |
ক্রিস্টাল ইন্স্যুরেন্স | ১০% নগদ | ৪ | |
বাটা সু | ২৫% নগদ | ৩.৪২ | |
ফেডারেল ইন্স্যুরেন্স | ৫% নগদ ও ৫% বোনাস | ৩.৩৮ | ৩৩৮২৮৪০ |
রিপাবলিক ইন্স্যুরেন্স | ৭% নগদ ও ৭% বোনাস | ৩.২৫ | ৩২৪৬০৫৬ |
সেন্ট্রাল ইন্স্যুরেন্স | ৬% নগদ ও ৭.৫% বোনাস | ২.৯৭ | ৩৭০৭৭৭৮ |
জনতা ইন্স্যুরেন্স | ৬% নগদ ও ৫% বোনাস | ২.৫৪ | ২১১৪১৯১ |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ৬% নগদ ও ৪% বোনাস | ২.৪০ | ১৬০০২০৪ |
অগ্রনি ইন্স্যুরেন্স | ৫% নগদ ও ৫% বোনাস | ১.১৫ | ১৫১২২৩৪ |
এমবি ফার্মা | ১৫% নগদ | ০.৩৬ | |
আইএফআইসি ব্যাংক | ৫% বোনাস | ৮০৯৯৩৬৯৩ | |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ১০% বোনাস | ৭৩৮৬৩২৪১ | |
রূপালি ব্যাংক | ১০% বোনাস | ৪১৪১৬৮৬৩ | |
এবি ব্যাংক | ৫% বোনাস | ৩৯৮০১৮৪২ | |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ২০% বোনাস | ৬৭৭৭৪৯৪ | |
প্রভাতি ইন্স্যুরেন্স | ১৭% বোনাস | ৫০৪৯৪২৬ | |
ইসলামী ইন্স্যুরেন্স | ১০% বোনাস | ৩৭৪২২৯২ | |
রবি আজিয়াটা | ০০ | ||
আইসিবি ইসলামিক ব্যাংক | ০০ | ||
পদ্মা ইসলামী লাইফ ইন্সু. | ০০ | ||
ইউনিয়ন ক্যাপিটাল | ০০ | ||
প্রাইম ইসলামী লাইফ | ০০ | ||
মোট | . | ৩২৪২.২৭ কোটি টাকা | ১৩৯২৫৮২২৮৮ |
এদিকে ২০২১ সালে এসে ডিসেম্বর ক্লোজিং কোম্পানির পাশাপাশি অন্যান্য সময়ের আরও ৭ কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে অন্তর্বর্তীকালীন, পূর্বের ও মার্চ ক্লোজিং কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো থেকে ২২৩ কোটি ৯৬ লাখ টাকার নগদ ও ২৩ লাখ ২৪ হাজার ৪০৫টি বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
দেখা গেছে, মার্চ ক্লোজিং ম্যারিকো বাংলাদেশের পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া রবি আজিয়াটা ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স অন্তর্বর্তীকালীন, আমান কটন ও ঢাকা ডাইং ২০১৯-২০ অর্থবছরের, লিবরা ইনফিউশনস ২০১৮-১৯ অর্থবছরের ও ফার্স্ট ফাইন্যান্স ২০১৯ সালের ব্যবসায় লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | বোনাসের শেয়ারের সংখ্যা |
ম্যারিকো বাংলাদেশ | ২০০% নগদ | ৬৩ | |
রবি আজিয়াটা | ৩% নগদ | ১৫৭.১৪ | |
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স | ২% নগদ | ০.৭৮ | |
আমান কটন | ১০% নগদ | ২.৮০ | |
লিবরা ইনফিউশনস | ৫% নগদ | ০.১৫ | |
ঢাকা ডাইং | ১% নগদ | ০.০৯ | |
ফার্স্ট ফাইন্যান্স | ২% বোনাস | ২৩২৪৪০৫টি | |
মোট | . | ২২৩.৯৬ কোটি টাকা | ২৩২৪৪০৫টি |
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/আরএ
One thought on “ডিসেম্বর ক্লোজিং ৮৫ কোম্পানির ৩২৪২ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা”