বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ জুন) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির বা ৫৫.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্তের কারণে এদিন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেন শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.৩০ টাকা বা ১৭.১৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৯.৮৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৭৬ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৮৮ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৫১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৪৮ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৭ শাতংশ কমেছে।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/এস