বিজনেস আওয়ার প্রতিবেদক : মাসিক ভিত্তিতে প্রতিটি ট্রেকহোল্ডার কোম্পানির সমন্বিত গ্রাহক হিসাব তদারকির জন্য দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত রবিবার (২০ জুন) এ সংক্রান্ত চিঠি স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
সম্প্রতি বানকো সিকিউরিটিজে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনার পরে বিএসইসি এই উদ্যোগ নিল। ওই ব্রোকারেজ হাউজটিতে গ্রাহকদের সমন্বিত হিসাবে ৬০ কোটি টাকার ঘাটতি রয়েছে বলে দাবি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের। যে কারনে হাউজটির লেনদেন কার্যক্রম বন্ধ করা হয়েছে।
চিঠিতে ট্রেকহোল্ডার কোম্পানির সমন্বিত গ্রাহক তদারকিতে ব্যাংক স্টেটমেন্টসহ আনুষাঙ্গিক ডকুমেন্টস মাসিক ভিত্তিতে যাচাই করার জন্য ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
সমন্বিত গ্রাহক হিসাব তদারকিতে ব্যাংক স্টেটমেন্ট, চেক, গ্রাহকের পাওনা, হাতে নগদ অর্থ, স্টক এক্সচেঞ্জের পাওনা এবং স্টক এক্সচেঞ্জ থেকে পাওনা যাচাই করার জন্য বলা হয়েছে।
সমন্বিত গ্রাহক হিসাবে পজিটিভ ব্যালেন্স থাকা সত্ত্বেও উল্লেখিত বিষয়ে কোন সন্দেহ তৈরী হলে, স্টক এক্সচেঞ্জকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। এছাড়া ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন……..
ব্রোকারেজ হাউজে রাখা অর্থে অর্জিত সুদের ভাগ পাবেন বিনিয়োগকারীরা
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/আরএ
https://oscialipop.com – Cialis Buy Nitrofurantoin 100mg Online Uk 5129.1 Zrobsx Cialis This force can be produced by pushing the limbs downward against the water. Ubuksp Wzzqnd https://oscialipop.com – Cialis