বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ৩০টির পরিচালনা পর্ষদ ২০২০ সালের লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন করেছে। বাকি রয়েছে শুধুমাত্র ন্যাশনাল ব্যাংকের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিসেম্বর ক্লোজিং ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত সভা বাকি রয়েছে। এছাড়া এখনো ব্যাংকটির পর্ষদ সভার তারিখই নির্ধারন হয়নি।
ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মৃত্যুর পর থেকেই নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকটি। অনিয়ম করে ঋণ দেওয়া, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে জটিলতা, সিকদারের পরিবারে ব্যাংকটি নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
এছাড়া বৃহৎ মূলধনের ন্যাশনাল ব্যাংকটির ব্যবসাও ভালো যাচ্ছে না। সর্বশেষ প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ি, ব্যাংকটির ২০২০ সালের ৯ মাসের ব্যবসায় (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। এরমধ্যে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ৩১ পয়সা ইপিএস হওয়া ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০) ৫ পয়সা ও তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ১০ পয়সা হয়েছে।
এবার ন্যাশনাল ছাড়া পর্ষদ সভা করা ৩০টি ব্যাংক থেকে ২ হাজার ৪৫২ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে ১২৯ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৭৪টি বোনাস শেয়ার দেওয়ার ঘোষনাও দেওয়া হয়েছে।
নিম্নে ব্যাংকগুলোর ২০২০ সালের ব্যবসায় ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
কোম্পানির নাম | লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) | বোনাস শেয়ারের সংখ্যা |
সিটি ব্যাংক | ১৭.৫০% নগদ ও ৫% বোনাস | ১৭৭.৮৭ | ৫০৮১৯৩৩৩ |
প্রাইম ব্যাংক | ১৫% নগদ | ১৬৯.৮৪ | |
ইসলামী ব্যাংক | ১০% নগদ | ১৬০.৯৯ | |
আল-আরাফাহ ব্যাংক | ১৫% নগদ | ১৫৯.৭৪ | |
ইস্টার্ন ব্যাংক | ১৭.৫% নগদ ও ১৭.৫% বোনাস | ১৪২.০৬ | ১৪২০৬৪৯২১ |
ব্র্যাক ব্যাংক | ১০% নগদ ও ৫% বোনাস | ১৩২.৫৯ | ৬৬২৯৩৯২৪ |
যমুনা ব্যাংক | ১৭.৫০% নগদ | ১৩১.১১ | |
পূবালি ব্যাংক | ১২.৫০% নগদ | ১২৮.৫৪ | |
প্রিমিয়ার ব্যাংক | ১২.৫% নগদ ও ৭.৫০% বোনাস | ১২১.২৯ | ৭২৭৭২৩৭৬ |
সাউথইস্ট ব্যাংক | ১০% নগদ | ১১৮.৮৯ | |
ব্যাংক এশিয়া | ১০% নগদ | ১১৬.৫৯ | |
এক্সিম ব্যাংক | ৭.৫% নগদ ও ২.৫% বোনাস | ১০৫.৯২ | ৩৫৩০৬২৭৭ |
মার্কেন্টাইল ব্যাংক | ১০% নগদ ও ৫% বোনাস | ৯৮.৪০ | ৪৯২০০৮১১ |
ডাচ-বাংলা ব্যাংক | ১৫% নগদ ও ১৫% বোনাস | ৮২.৫০ | ৮২৫০০০০০ |
এনসিসি ব্যাংক | ৭.৫% নগদ ও ৭.৫% বোনাস | ৭০.৯৪ | ৭০৯৪৪৪৮৬ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৭% নগদ ও ৫% বোনাস | ৬৮.৬১ | ৪৯০০৪৬১৭ |
ট্রাস্ট ব্যাংক | ১০% নগদ ও ১০% বোনাস | ৬৪.৩৩ | ৬৪৩২৯৫৯৮ |
উত্তরা ব্যাংক | ১২.৫% নগদ ও ১২.৫% বোনাস | ৬২.৭৪ | ৬২৭৪২৫৯৯ |
ইউসিবি ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৬০.৮৮ | ৬০৮৭৬০৪৫ |
ঢাকা ব্যাংক | ৬% নগদ ও ৬% বোনাস | ৫৩.৭৫ | ৫৩৭৫২৩৪৪ |
ওয়ান ব্যাংক | ৬% নগদ ও ৫.৫% বোনাস | ৫৩.১২ | ৪৮৬৯৪০৫২ |
এনআরবিসি ব্যাংক | ৭.৫% নগদ ও ৫% বোনাস | ৫২.৬৯ | ৩৫১২৫৮৫০ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৪৭.৪৪ | ৪৭৪৩৮০১০ |
স্যোশাল ইসলামী ব্যাংক | ৫% নগদ ও ৫% বোনাস | ৪৬.৯০ | ৪৬৯০০৪২১ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ২.৫% নগদ ও ২.৫% বোনাস | ২৫.১৫ | ২৫১৪৯৭৭০ |
আইএফআইসি ব্যাংক | ৫% বোনাস | ৮০৯৯৩৬৯৩ | |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ১০% বোনাস | ৭৩৮৬৩২৪১ | |
রূপালি ব্যাংক | ১০% বোনাস | ৪১৪১৬৮৬৩ | |
এবি ব্যাংক | ৫% বোনাস | ৩৯৮০১৮৪২ | |
আইসিবি ইসলামিক ব্যাংক | ০০ | ||
ন্যাশনাল ব্যাংক | পর্ষদ সভা হয়নি | ||
মোট | . | ২৪৫২.৮৮ কোটি টাকা | ১২৯৯৯৯১০৭৪টি |
বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২১/আরএ