ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালো টাকা বিনিয়োগের সুযোগ না থাকার গুজবে বড় পতন শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • 25

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের বছরের ধারাবাহিকতায় দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে আনতে চায় সরকার। তবে কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ থাকছে না এমন গুজব ছড়িয়েছে। আর একারণে উত্থানে শুরু হওয়া শেয়ারবাজারে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে বড় পতন হলেও লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরেই হয়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ০৩৫.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৭.৩৯ পয়েন্টে এবং ২ হাজার ১৮৮.৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ২৯ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের এবং ২২টির বা ৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০.৬৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির দর বেড়েছে, কমেছে ১৮১টির আর ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কালো টাকা বিনিয়োগের সুযোগ না থাকার গুজবে বড় পতন শেয়ারবাজারে

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের বছরের ধারাবাহিকতায় দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে আনতে চায় সরকার। তবে কালো টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ থাকছে না এমন গুজব ছড়িয়েছে। আর একারণে উত্থানে শুরু হওয়া শেয়ারবাজারে বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে বড় পতন হলেও লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরেই হয়েছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ০৩৫.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৭.৩৯ পয়েন্টে এবং ২ হাজার ১৮৮.৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ২৯ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের এবং ২২টির বা ৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০.৬৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির দর বেড়েছে, কমেছে ১৮১টির আর ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: