বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের দুই কার্যদিবস পতনে হলেও বৃহস্পতিবার (২৪ জুন) সপ্তাহের শেষ কার্যদিবস বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে বড় উত্থানেও টাকার পরিমাণে লেনদেন কমে দেড় হাজার কোটি টাকা ঘরে নেমেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ০৯২.৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০১.৮৬ পয়েন্টে এবং ২ হাজার ১৯৯.৫২ পয়েন্টে।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৪৩২ কোটি ৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির বা ৫১.৩৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫২টির বা ৪০.৮৬ শতাংশের এবং ২৯টির বা ৭.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৭.২৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ১৪০টির আর ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২১/এস