1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
৪৩তম বিসিএসে নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

৪৩তম বিসিএসে নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : ৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। ভুল তথ্য দিয়ে আবেদন করায় আগের আবেদন বাতিল করে তাদের নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

গত ২০ মে এই ৫৬ জনের আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ জানায় পিএসসি। এসব প্রার্থীকে আগামী ৩০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না।

বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ