ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তামিম-মুশফিকের সঙ্গে অবসরে যেতে চান সাকিব

  • পোস্ট হয়েছে : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • 55

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সঙ্গে একই সময়ে ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছে পোষন করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট ভিত্তিক সাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।

প্রায় একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তামিম-মুশফিক ও সাকিব। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই স্পটলাইটে আসেন তারা। বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সেরা তিন খেলোয়াড় তারা। তাদের হাত ধরে বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয়ও পেয়েছে।

সাকিব বলেন, আমার মনে হয় আমাদের তিন জনের জন্য দারুণ সময় আসবে তখনই, যখন আমরা একসঙ্গে অবসরে যাব। এক জায়গায় বসে একদিন স্মৃতিচারণ করবো। বাংলাদেশের হয়ে আমরা কি কি করেছি, কেমন করেছি, কি অর্জন করেছি, সেগুলো নিয়ে কথা বলব।

তিনি বলেন, আমরা সেই অনূর্ধ্ব-১৫ দল থেকেই একসঙ্গে খেলছি। এখনো আমরা একসঙ্গে খেলছি এবং আশা করছি, একসঙ্গে আরো কয়েকটা বছর খেলতে পারবো। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করেছি, তা নিয়েও কথা বলতে পারবো আমরা।

বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তামিম-মুশফিকের সঙ্গে অবসরে যেতে চান সাকিব

পোস্ট হয়েছে : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সঙ্গে একই সময়ে ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছে পোষন করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট ভিত্তিক সাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।

প্রায় একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তামিম-মুশফিক ও সাকিব। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই স্পটলাইটে আসেন তারা। বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সেরা তিন খেলোয়াড় তারা। তাদের হাত ধরে বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয়ও পেয়েছে।

সাকিব বলেন, আমার মনে হয় আমাদের তিন জনের জন্য দারুণ সময় আসবে তখনই, যখন আমরা একসঙ্গে অবসরে যাব। এক জায়গায় বসে একদিন স্মৃতিচারণ করবো। বাংলাদেশের হয়ে আমরা কি কি করেছি, কেমন করেছি, কি অর্জন করেছি, সেগুলো নিয়ে কথা বলব।

তিনি বলেন, আমরা সেই অনূর্ধ্ব-১৫ দল থেকেই একসঙ্গে খেলছি। এখনো আমরা একসঙ্গে খেলছি এবং আশা করছি, একসঙ্গে আরো কয়েকটা বছর খেলতে পারবো। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করেছি, তা নিয়েও কথা বলতে পারবো আমরা।

বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: