ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশী উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক : তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশীসহ ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শুক্রবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই টোয়েন্টিফোর নিউজ ডটটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। এছাড়া ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

আইওএমের তথ্য অনুষায়ী, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছরের জানুয়ারিতে এক হাজারেরও বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। গত বছরের থেকে এই সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেশি।

বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশী উদ্ধার

পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশীসহ ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শুক্রবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই টোয়েন্টিফোর নিউজ ডটটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। এছাড়া ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

খবরে বলা হয়, কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

আইওএমের তথ্য অনুষায়ী, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছরের জানুয়ারিতে এক হাজারেরও বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। গত বছরের থেকে এই সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেশি।

বিজনেস আওয়ার/২৫ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: