করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৫ জুন) শুরু হতে যাওয়া কঠোর লকডাউন চলাকালে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সোমবার (২৮ জুন) থেকে সাত দিন সারা দেশে কঠোর লকডাউন চলবে। এ সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধি-নিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানাতে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। তবে, সেটা ব্যাংকিং কার্যক্রমের ওপর নির্ভর করবে। ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও সীমিত পরিসরে খোলা রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন কার্যকর হয়েছে। তবে, কোনো দেশেই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকেনি। এর আগের লকডাউনেও আমাদের শেয়ারবাজার খোলা ছিল। তাই, এবারও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার আশঙ্কা নেই। এ বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।’
বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২১/ এস