ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে প্রকাশ্য ছুরিকাঘাতে নিহত ৩

  • পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • 29

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৫ জুন) জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া এলাকার উর্জবার্গ শহরে এই ঘটনা ঘটে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ফ্রাংকফুর্ট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত উর্জবার্গ শহরে দিনে-দুপুরে রাস্তার ওপর এই ছুরি হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াচিম হারম্যান বলেছেন, ছুরি হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাভারিয়ার লোয়ার ফ্রাংকোনিয়া জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় দ্বিতীয় কেউ জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে না। মানুষ এখন বিপদমুক্ত।

সংবাদমাধ্যমগুলো বলছে, হঠাৎ করে ছুরি নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই অভিযুক্ত যুবক। সামনে পাওয়া সকলকেই এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে সে। ছুরিকাঘাতে নিহত হন ৩ জন।

এসময় অভিযুক্ত হামলাকারীকে বেশ কয়েকবার সতর্ক করেন স্থানীয়রা। তবে, তাতেও কাজ না হলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা অভিযুক্তের পায়ে গুলিবর্ষণ করেন। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জার্মানিতে প্রকাশ্য ছুরিকাঘাতে নিহত ৩

পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৫ জুন) জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া এলাকার উর্জবার্গ শহরে এই ঘটনা ঘটে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ফ্রাংকফুর্ট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত উর্জবার্গ শহরে দিনে-দুপুরে রাস্তার ওপর এই ছুরি হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াচিম হারম্যান বলেছেন, ছুরি হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাভারিয়ার লোয়ার ফ্রাংকোনিয়া জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় দ্বিতীয় কেউ জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে না। মানুষ এখন বিপদমুক্ত।

সংবাদমাধ্যমগুলো বলছে, হঠাৎ করে ছুরি নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ওই অভিযুক্ত যুবক। সামনে পাওয়া সকলকেই এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে সে। ছুরিকাঘাতে নিহত হন ৩ জন।

এসময় অভিযুক্ত হামলাকারীকে বেশ কয়েকবার সতর্ক করেন স্থানীয়রা। তবে, তাতেও কাজ না হলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা অভিযুক্তের পায়ে গুলিবর্ষণ করেন। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: