বিনোদন ডেস্ক : নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এ খবর পুরনো। ছবিটিতে তার নায়ক সিয়াম। ছবিটির জন্য সিয়াম ও পরী গেল মার্চ মাসে চুক্তিবদ্ধ হন। এরপর থেকেই চলছে এ ছবির শুটিংয়ের প্রস্তুতি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই এর ক্যামেরা চালু হবে। রাজধানী ঢাকাসহ দেশের নানা লোকেশনে ‘বায়োপিক’র দৃশ্যায়ন হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
সিয়াম-পরী জুটিকে সর্বপ্রথম পর্দায় দেখা যায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবির গানগুলো পেয়েছে জনপ্রিয়তা।
বিজনেস আওয়ার/২৬ জুন, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: