বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামি ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া লকডাউনের খবর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী করেছে। যে আতঙ্কে রবিবার (২৭ জুন) লেনদেন শুরু হওয়ার আধাঘন্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলূসূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে গেছে।
এসময় লেনদেন হওয়া ৩৪৫ কোম্পানির মধ্যে ২৮৫টির বা ৮৩ শতাংশেরই দর পতন হয়েছে। আর বেড়েছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৭টির।
ওই আধাঘন্টায় ডিএসইতে ২৫১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।
এসময় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১৪ কোটি ৭১ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসময় সবচেয়ে বেশি দর বেড়েছে ঝুকিপূর্ণ বাংলাদেশ মনোস্পুল পেপারের। কোম্পানিটির ৯.৯৯ শতাংশ দর বেড়েছে। এরপরের অবস্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। এই কোম্পানি ৩টি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফেরার পর থেকেই টানা দর বৃদ্ধির মধ্যে রয়েছে।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/আরএ