ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও গানে কন্ঠ দিলেন কুসুম শিকদার

  • পোস্ট হয়েছে : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • 32

বিনোদন ডেস্ক : কুসুম শিকদার একাধারে তিনি মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক। কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন। এরপর অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় মাঝে অনেক বছর গানের বাইরে ছিলেন।

দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একক গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গানে ফিরেন। সবশেষ ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিব’ শিরোনামের একটি দ্বৈত গানে শোনা যায় তার কণ্ঠ। গায়িকা কুসুমের ভক্তদের জন্য আবারও এল সুখবর।

সম্প্রতি তিনি নতুন একটি গানের রেকর্ডিং-শুটিং শেষ করেছেন। কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। ‘মরীচিকা’ শিরোনামের গানটি লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজনে মাহমুদ সানি। এতে তার বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। ভিডিও পরিচালনায় রায়হান খান।

এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, এখন লেখালেখি নিয়ে ব্যস্ততা বেশি। সংগীতকে ভালোবাসি বলেই চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি হব। কিছুদিনের মধ্যেই গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবারও গানে কন্ঠ দিলেন কুসুম শিকদার

পোস্ট হয়েছে : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

বিনোদন ডেস্ক : কুসুম শিকদার একাধারে তিনি মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক। কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন। এরপর অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় মাঝে অনেক বছর গানের বাইরে ছিলেন।

দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একক গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গানে ফিরেন। সবশেষ ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিব’ শিরোনামের একটি দ্বৈত গানে শোনা যায় তার কণ্ঠ। গায়িকা কুসুমের ভক্তদের জন্য আবারও এল সুখবর।

সম্প্রতি তিনি নতুন একটি গানের রেকর্ডিং-শুটিং শেষ করেছেন। কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। ‘মরীচিকা’ শিরোনামের গানটি লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজনে মাহমুদ সানি। এতে তার বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। ভিডিও পরিচালনায় রায়হান খান।

এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, এখন লেখালেখি নিয়ে ব্যস্ততা বেশি। সংগীতকে ভালোবাসি বলেই চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি হব। কিছুদিনের মধ্যেই গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: