বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার সংক্রমণরোধে সোমবার (২৮ জুন) থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত তিন দিনের সীমিত লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন চলাকালীন পূর্বের সময়ের ন্যায় ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি বলেন, আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। এখন জুন ক্লোজিং চলছে। সরকারের একটি প্রজ্ঞাপন হয়েছে যেহেতু ব্যাংকগুলোর জুন ক্লোজিং তাই জুনের শেষ পর্যন্ত পূর্বের নিয়মেই ব্যাংকিং ব্যবস্থা চলবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা হতে পারে।
এর আগে রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩ দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ