বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত পরিসরে’ লকডাউন ঘোষণা করে রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আর জারি করা প্রজ্ঞাপনে মাস্ক ব্যবহার না করলে ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় করে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: