স্পোর্টস ডেস্ক : আগামীকাল মঙ্গলবার জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী দেশ ছাড়ার আগে সবাইকে করোনা টেস্ট করতে হবে। গতকাল (রোববার) ২৬ জন পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। ২৬ জনের ফলই নেগেটিভ এসেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেইন চৌধুরী বলেন, জিম্বাবুয়ে যাওয়ার আগে গতকাল মোট ২৬ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। যেখানে ১৮ জন ক্রিকেটার আর বাকিরা স্টাফ ও টিম ম্যানেজমেন্ট। সবার ফলই নেগটিভ এসেছে।
তিনি আরও বলেন, প্রটোকল অনুযায়ী জিম্বাবুয়ে যাওয়ার আগে দুটি করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। যে জন্য গত ২৫ জুন প্রথম ও ২৭ জুন দ্বিতীয়বার পরীক্ষা করোনা হয় সফরে যাওয়া সদস্যদের। দুবারের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।
বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: