বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএস এম ফাতেহ আকরাম।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন। মারা যাওয়া দুজনের মধ্যে জীবননগরের বাসিন্দা খুলনা মেডিকেলে এবং আলমডাঙ্গার বাসিন্দা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়াল।
এ দিন জেলায় নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ১৮, আলমডাঙ্গায় ১২, দামুড়হুদায় ২১ এবং জীবননগরে ৩৩ জন।
এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৮৫ জনের এবং জেলার বাইরে ১১ জনের। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ছয়জন নিজ বাড়িতে, পাঁচজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। হাসপাতালে মারা যাওয়া একজনের বাড়ি মেহেরপুরের বাড়াদীর পাটকেলপোতায়।
বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ