ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩০

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • 28

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির আধা-স্বায়ত্তশাসিত গ্যালমুডাগ প্রদেশে গাড়ি বোমা হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

গ্যালমুডাগের সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আওয়াল বলেছেন, জঙ্গিরা সোমালিয়ার মধ্যাঞ্চলের গ্যালমুডাগ প্রদেশের উইসিল শহরে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে দেশটির সরকারি বাহিনী এবং স্থানীয় সশস্ত্র বাসিন্দাদের সঙ্গে আল-শাবাবের জঙ্গিদের সংঘর্ষ হয়।

তিনি বলেন, ঘাঁটিতে হামলায় আল-শাবাবের সদস্যরা দুটি গাড়ি বোমা ব্যবহার করেছে। পরে এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়। গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।

মেজর মোহাম্মদ আওয়াল বলেন, সংঘর্ষে অন্তত ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন সৈন্য এবং ১৩ জন বেসামরিক রয়েছেন। সেখানকার বাসিন্দারা অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত ছিলেন এবং তারা ঘাঁটিতে ফিরে আল-শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছেন।

সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।

নিজেদের পরিচালিত রেডিও আল-আনদালুসে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার এই জঙ্গিগোষ্ঠী। হামলায় সোমালিয়ার সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত ও আরও ৪০ জন আহত হয়েছে বলে দাবি করেছে আল-শাবাব।

রোববারের হামলার প্রত্যক্ষদর্শী উইলি শহরের বাসিন্দা আব্দুল্লাহি মোহাম্মদ বলেন, সামরিক ঘাঁটিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে তিনি অন্তত ৩০ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩০

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির আধা-স্বায়ত্তশাসিত গ্যালমুডাগ প্রদেশে গাড়ি বোমা হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

গ্যালমুডাগের সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আওয়াল বলেছেন, জঙ্গিরা সোমালিয়ার মধ্যাঞ্চলের গ্যালমুডাগ প্রদেশের উইসিল শহরে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে দেশটির সরকারি বাহিনী এবং স্থানীয় সশস্ত্র বাসিন্দাদের সঙ্গে আল-শাবাবের জঙ্গিদের সংঘর্ষ হয়।

তিনি বলেন, ঘাঁটিতে হামলায় আল-শাবাবের সদস্যরা দুটি গাড়ি বোমা ব্যবহার করেছে। পরে এই জঙ্গিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়। গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে।

মেজর মোহাম্মদ আওয়াল বলেন, সংঘর্ষে অন্তত ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন সৈন্য এবং ১৩ জন বেসামরিক রয়েছেন। সেখানকার বাসিন্দারা অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত ছিলেন এবং তারা ঘাঁটিতে ফিরে আল-শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছেন।

সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।

নিজেদের পরিচালিত রেডিও আল-আনদালুসে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার এই জঙ্গিগোষ্ঠী। হামলায় সোমালিয়ার সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত ও আরও ৪০ জন আহত হয়েছে বলে দাবি করেছে আল-শাবাব।

রোববারের হামলার প্রত্যক্ষদর্শী উইলি শহরের বাসিন্দা আব্দুল্লাহি মোহাম্মদ বলেন, সামরিক ঘাঁটিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে তিনি অন্তত ৩০ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: