ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘কর্পোরেট গভর্নেন্স বিষয়ে সতর্ক থাকতে হবে’

  • পোস্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • 28

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, ‘শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট গভর্নেন্সের কোনো বিকল্প নেই। আর এই কর্পোরেট গভর্নেন্স পরিচালন বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিএসইর ট্রেনিং একাডেমিতে গত ২২ ও ২৭ জুন ‘কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্নেন্স বাই লিস্টেড কোম্পানিজ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান মজুমদার বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করলে স্ব স্ব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার উভয় উপকৃত হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

প্রশিক্ষণ শেষে সাইফুর রহমান মজুমদার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘কর্পোরেট গভর্নেন্স বিষয়ে সতর্ক থাকতে হবে’

পোস্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, ‘শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট গভর্নেন্সের কোনো বিকল্প নেই। আর এই কর্পোরেট গভর্নেন্স পরিচালন বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিএসইর ট্রেনিং একাডেমিতে গত ২২ ও ২৭ জুন ‘কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্নেন্স বাই লিস্টেড কোম্পানিজ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান মজুমদার বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করলে স্ব স্ব প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার উভয় উপকৃত হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

প্রশিক্ষণ শেষে সাইফুর রহমান মজুমদার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: