স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় বলিভিয়াকে ৪-১ ব্যবধানের হারিয়ে গ্রুপসেরা হয়েই শেষ আটে উঠে গেছে আর্জেন্টিনা। গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার ম্যাচে মেসি জাদুতেই যেন বিমোহিত ছিল আর্জেন্টিনা, এগিয়ে গিয়েছিল ষষ্ঠ মিনিটেই। সতীর্থ আলেসান্দ্রো পাপু গোমেজকে দিয়ে মেসি করালেন এক গোল।
এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে করলেন একটি, টুর্নামেন্টে ‘ওপেন প্লে’ থেকে নিজের প্রথম গোলের দেখাও পেলেন এর একটু পরেই। তাতে চলে গেলেন হ্যাটট্রিকের খুব কাছে। তাতে আর্জেন্টিনা বিরতিতে যায় ৩-০ গোলের বিশাল এক ব্যবধান নিয়ে।
প্রথমার্ধে যে দাপটটা নিয়ে খেলেছে আলবিসেলেস্তেরা, সেটা তারা ধরে রেখেছিল বিরতির পরেও। ৬০ মিনিটে বলিভিয়ার গোলটা এসেছে অনেকটা স্রোতের বিপরীতেই। জাস্টিনিয়ানোর বাড়ানো বলে দারুণ এক ফিনিশে এরউইন সাভেদ্রা ফাঁকি দেন টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নামা ফ্র্যাঙ্কো আরমানিকে।
তবে গোল হজম করেও আর্জেন্টিনা একটুও বিচলিত হয়নি। বরং আবারও তিন গোলের লিড ফেরত পেয়েছে সাত মিনিটেই। মেসির বাড়ানো বলে আকুনইয়ার ক্রস আসে বক্সে। সেখানে বদলি হিসেবে মাঠে নামা লাওতারো মার্টিনেজের শট আর ঠেকাতে পারেননি বলিভিয়া গোলরক্ষক লাম্পে।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে তালিকার শীর্ষে। এ গ্রুপের শ্রেষ্ঠত্ব নিয়ে শেষ আটে উঠে গেছে।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ