বিনোদন ডেস্ক :ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের আনন্দ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তবে এবার প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই অভিনেতা। এটির নির্মাতা মুহাম্মদ মিফতা আনান।
শামীম হাসান সরকার বলেন, এই নাটকে আমি ছেলে হয়ে জন্মাই। যার ফলে আমার নাম থাকে নয়ন। পরে জানা যায় আমি ছেলে নয়, তৃতীয় লিঙ্গের মানুষ। তখন নামটিও বদলে যায়। নয়ন থেকে হয়ে যাই নয়না। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নিজের জায়গা থেকে আমি কাজটি খুব উপভোগ করেছি। এবার ঈদে আমার সবেচেয়ে বেশি ফোকাস থাকবে নাকটির দিকে। আশা করি দর্শকের ভালো লাগবে। শাড়ী, চুড়ি, ব্লাউজ সব ঠিক রেখে অভিনয় করাটা এত সহজ ছিল না। প্রথম দিন ঠিকভাবে চরিত্র ঢুকতেও পারিনি।
শামীম আরও জানান, শুটিংয়ের সময় অনেকেই ভেবেছিলেন তিনি সত্যি সত্যি তৃতীয় লিঙ্গের মানুষ। অনেকে আমাকে সত্যিকারের তৃতীয় লিঙ্গের মানুষ ভেবেই মজা করেছিলেন। প্রথম দিন শুটিংয়ের সময় তৃতীয় লিঙ্গের চার-পাঁচ এসে তাকে শুভ কামনা জানিয়ে গেছেন।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, শহীদুজ্জামান সেলিম, ফরহাদ লিমন প্রমুখ। আগামী ঈদেই নাটকটি দেখতে পাবেন দর্শক।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ