বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘শনির দশা’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। রাজীব আহমেদের রচনায় ঈদের জন্য বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিম জানান, গল্পের পরপর দুটি ঘটনার কারণে শাওলী ধরে নেন, সুমন তার জন্য কুফা! সুমন তার কাছে আসা মানেই শনির দশা ডেকে আনা! আমরা চেষ্টা করেছি এই শনি-কে বৃহস্পতিতে নিয়ে যেতে। এর জন্য দেখতে হবে কাজটি। আশা করছি ভালো কিছুই দাঁড়াবে।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্পটি বেশ মজার। কাকতালীয়ভাবে আমাদের পরিচয় হয় পাবলিক বাসে। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক অঘটন। যা দেখলে যে কেউ বিশ্বাস করবেন, শনির দশা বলে সত্যিই কিছু না কিছু আছে নাটকটিতে।
নির্মাতা সুত্রে জানা গেছে, সিএমভি’র ব্যানারে ‘শনির দশা’ আসন্ন ঈদুল আযহায় উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউবসহ নানামাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্মে।
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ