বিনোদন ডেস্ক : আসছে সেপ্টেম্বরেই মা হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। তার আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে নুসরাত-যশের নিবিড় সম্পর্ক। শোনা যাচ্ছে, যশ দাসগুপ্ত নাকি নুসরাতের সন্তানের পিতৃত্বের দায় নিতে রাজি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় এসেছেন। তিনি লিখেছেন— আমরা তখন এই তিন জিনিসের মাহাত্ম্য বুঝি, যখন আমরা তাদের হারিয়ে ফেলি— সময়, মানুষ এবং সম্পর্ক… তাই হারিয়ে ফেলার আগেই এগুলোর গুরুত্ব বুঝুন।
তবে অনেকের প্রশ্ন, এই বার্তা ইনস্টাগ্রামে শেয়ার করে কী বোঝাতে চাইছেন নুসরাত? কেউ বলছেন, নিখিলকে হারিয়ে তবে কি অনুশোচনায় ভুগছেন নুসরাত? ফিরে পেতে চাইছেন পুরনো সম্পর্ককে? নাকি নতুন সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে চাইছেন। তবে উত্তর একমাত্র নুসরাতই ভালো জানেন!
বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: