বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার তৈরি টিকা তুলনামূলক বেশি কার্যকর বলে গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স মঙ্গলবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে।
এমআরএনএ-১২৭৩ নামের দ্বিতীয় ডোজ পাওয়ার এক সপ্তাহ পর আটজন অংশগ্রহণকারীর রক্তের নমুনা নিয়ে ওই গবেষণা চালানো হয়।
মডার্নার মতে, ভ্যাকসিনটি পরীক্ষিত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদনে সাড়া দেয় তবে চীনে পাওয়া করোনাভাইরাসে প্রথম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সব টিকাই কম কার্যকরী।
তথ্য উপাত্তে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া প্রথম বেটা ভ্যারিয়েন্টের চেয়ে ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর।
মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪.১ শতাংশ পর্যন্ত কার্যকর।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২১/কমা