বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুেই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : আইএফআইসি ব্যাংক এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স।
কোম্পানি দুইটির মধ্যে আইএফআইসি ব্যাংককে এমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সকে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) ক্রেডিট রেটিং দিয়েছে।
জানা গেছে, এমাজিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী আইএফআইসির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ২৮ জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২১/এস