বিনোদন ডেস্ক : জীবনের কঠিন সময় পার করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। মা হওয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে তার জীবনে। অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, তার মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বেবি বাম্পের ছবি।
সম্প্রতি এই অভিনেত্রীর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে ছিল না মেকআপ বা প্রযুক্তির ছাপ। এছাড়া নিজের ছোট একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে অভিনেত্রী লেখেন, ‘নো ফিল্টার ডে’।
মাতৃত্বের ন’মাসের আনন্দ সাংসদ-অভিনেত্রীর চোখে মুখে। হাসতে হাসতে মাঝে মাঝে চোখ বন্ধ করছেন, আবার খুলছেন। হালকা নীল রঙের পোশাক পরে গাড়ির ভেতর বসে রয়েছেন। হাতে ‘ভি’ (বিজয়ের চিহ্ন) চিহ্ন দেখাচ্ছেন।
সেই ছবির পর আরও একাধিক ছবি দেখা যাচ্ছে নুসরাতের স্টোরিতে। তার মধ্যে সাদা-কালো একটি ছবিতে উজ্জ্বল তিনি। ছবিটি কোনও এক ফটোশুটের। কিয়ারা সেন নামে একজন সেই ছবিটি নিজের স্টোরিতে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জলদি আসছে।’
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২১/এ