ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিকালে থেকে টাইগারদের অনুশীলন

  • পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 72

বিজনেস আওয়ার প্রতিবেদক : একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে হারারেতে পৌঁছে গিয়েছেন মুমিনুল-মুশফিকরা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটিতে পা দিয়েই দিতে হয়েছিল করোনা টেস্ট। টেস্টে নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।

কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দোহা-জোহানেসবার্গ হয়ে হারারেতে পৌঁছান লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার বিশ্রামে কাটানোর পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে সাদাপোশাকের মহারণের প্রস্তুতি।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে, ‘দলের সাপোর্ট স্টাফ ও কোচরাসহ সকল সদস্য কোভিট নেগেটিভ হয়েছেন। আজ বিকেল থেকে শুরু হবে অনুশীলন।’

৭ জুলাই দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিকালে থেকে টাইগারদের অনুশীলন

পোস্ট হয়েছে : ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে হারারেতে পৌঁছে গিয়েছেন মুমিনুল-মুশফিকরা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটিতে পা দিয়েই দিতে হয়েছিল করোনা টেস্ট। টেস্টে নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।

কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দোহা-জোহানেসবার্গ হয়ে হারারেতে পৌঁছান লাল সবুজের প্রতিনিধিরা। বুধবার বিশ্রামে কাটানোর পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে সাদাপোশাকের মহারণের প্রস্তুতি।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে, ‘দলের সাপোর্ট স্টাফ ও কোচরাসহ সকল সদস্য কোভিট নেগেটিভ হয়েছেন। আজ বিকেল থেকে শুরু হবে অনুশীলন।’

৭ জুলাই দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: