ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি এখন ফ্রি

  • পোস্ট হয়েছে : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : বার্সেলোনার সাথে সম্পর্কটা দীর্ঘ ২০ বছরের। প্রতিবারই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে বার্সের সাথে চুক্তিবদ্ধ হতেন লিওনেল মেসি। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম ঘটনা। ৩০ জুন কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

অর্থাৎ আজ ১ জুলাই থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। তার মানে এই নয় যে তিনি আর কাতালানের ক্লাবটির হয়ে খেলবেন না। তার সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইউয়ান লাপোর্তা। তাদের বিশ্বাস মেসি তার চুক্তি নবায়ন করবেন। সে কারণে তিনি বার্সা সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস মেসি শিগগিরই কলম হাতে তুলে নিবেন এবং আবার নীল-লাল রঙের জার্সি পড়ে মাঠে নামবেন।

কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছাড়া যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন।

সে কারণে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসি এখন ফ্রি

পোস্ট হয়েছে : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বার্সেলোনার সাথে সম্পর্কটা দীর্ঘ ২০ বছরের। প্রতিবারই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে বার্সের সাথে চুক্তিবদ্ধ হতেন লিওনেল মেসি। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম ঘটনা। ৩০ জুন কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

অর্থাৎ আজ ১ জুলাই থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। তার মানে এই নয় যে তিনি আর কাতালানের ক্লাবটির হয়ে খেলবেন না। তার সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইউয়ান লাপোর্তা। তাদের বিশ্বাস মেসি তার চুক্তি নবায়ন করবেন। সে কারণে তিনি বার্সা সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস মেসি শিগগিরই কলম হাতে তুলে নিবেন এবং আবার নীল-লাল রঙের জার্সি পড়ে মাঠে নামবেন।

কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছাড়া যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন।

সে কারণে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: