বিজনেস আওয়ার প্রতিবেদক : মার্কিন ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ টিকা আসছে শুক্রবার (২ জুলাই)। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো হচ্ছে এসব টিকা। মর্ডানার টিকা এলে তা হবে দেশে করোনাভাইরাসের চতুর্থ টিকা।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল দেশে মডার্নার টিকা আসবে। সময়টা এখনও নিশ্চিত হয়নি। সময়টা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত আপনাদের জানানো হবে। টিকা গ্রহণের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত থাকতে পারেন।
এর আগে বুধবার (৩০ জুন) সংসদে এক প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে মডার্নার ২৫ লাখ টিকা চলে আসবে। চীনা টিকাও একই সময়ে চলে আসবে। কোভ্যাক্স সুবিধা থেকে ডিসেম্বরের মধ্যে ছয় কোটি ৩০ লাখ টিকা পাব।
তিনি বলেন, সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। আমাদের হাতে ডিসেম্বর পর্যন্ত ১০ কোটি টিকার ব্যবস্থা রয়েছে, যা দিয়ে পাঁচ কোটি লোককে টিকা দিতে পারব।
গত ২৭ জুন ঔষধ প্রশাসন অধিদফতর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটির অনুমোদন দেওয়া হয়।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/কমা