বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন ব্যাংক লেনদেন হবে না। বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে। তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড ও অনলাইন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হয়। তবে লেনদেন বন্ধ থাকে।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ