স্পোর্টস ডেস্ক : প্রাইমারি পেরিয়ে মাধ্যমিক শুরুর বয়স তখনই কিনা বিশ্ব জয় করে ফেললেন অভিমন্যু মিশ্র। চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী কিশোর। ইতিহাস গড়ে দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার হলেন অভিমন্যু মিশ্র। তিনি নিশ্চিত করেই দাবার বিস্ময় বালক।
সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিলেন ছোট্ট অভিমন্যু। ২০০২ সালে কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মাত্র ১২ বছর ৭ মাস বয়সে। এরপর কেটে গেছে ১৯ বছর। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিমন্যু। গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।
অভিমন্যুকে অবশ্য পুরোপুরি ভারতীয় নন। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। নিউ জার্সিতে বড় হওয়া এই দাবাড়ু ২০১৯ সালের নভেম্বরে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন ইন্টারন্যাশনাল চেস মাস্টার (আইএম) খেতাব অর্জন করেন। সেখানেও অভিমন্যু গড়েন রেকর্ড। এবার গ্র্যান্ডমাস্টার খেতাবেও নতুন রেকর্ড গড়লেন অভিমন্যু।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ