আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের একাংশ তালেবানের নিয়ন্ত্রণে, সেখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এ অবস্থায় দীর্ঘ ২০ বছরের মিশন শেষে আফগানিস্তান থেকে বিদায় নিল জার্মানির সব সেনা সদস্য।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে তাদের সব সেনা ঘরে ফিরছে। এর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। জার্মান সেনারা আফগানিস্তানে পেশাদারী ও দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প-ক্যারেনবাউয়ার এক টুইট বার্তায় বলেন, গতকাল মঙ্গলবার জার্মানির শেষ সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে সেবা দেওয়া দেড় লাখ ন্যাটো সেনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মিশনের জন্য তারা গর্ববোধ করতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম এপির খবরে বলা হয়েছে, আফগানিস্তানে থাকা জার্মানির শেষ সেনারা নিজ দেশে ফিরছে। জার্মান সেনাবাহিনীর শেষ কমান্ডার জার্মানির উদ্দেশে এ৪০০এম বিমানে ছিলেন বলেও খবরে বলা হয়।
জানা যায়, আফগানিস্তানে সব মিলিয়ে জার্মানির এক হাজার ১০০ জন সেনা ছিল। গত মে মাস থেকে তাদের প্রত্যাহারের কাজ শুরু হয়। জার্মান সেনারা আফগানিস্তানে অভিযান শুরু করে ২০০২ সালের জানুয়ারিতে। মোট দেড় লাখ জার্মান সেনা আফগানিস্তান গেছেন।
জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, আফগানিস্তানে আর একজনও জার্মান সেনা নেই। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ