ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 55

বিজনেস আওয়ার প্রতিবেদক চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মোহাম্মদ হক (৬৫) এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হুমায়ুন কবির (৪০)। মৃত দুজনই নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মো. পরিবতের ছেলে হাসেম আলী (৭০), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জুলমত আলী শেখের ছেলে এনামুল হক (৮০) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)।

জালা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ জন এবং জীবননগর উপজেলায় ২৬ জন।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একদিনে চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মোহাম্মদ হক (৬৫) এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হুমায়ুন কবির (৪০)। মৃত দুজনই নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মো. পরিবতের ছেলে হাসেম আলী (৭০), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জুলমত আলী শেখের ছেলে এনামুল হক (৮০) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)।

জালা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ জন এবং জীবননগর উপজেলায় ২৬ জন।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: