বিজনেস আওয়ার প্রতিবেদক : আরও চার ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। প্রতিষ্ঠান চারটি হলো; ই-অরেঞ্জ, কিউকম ডটকম, দালাল প্লাস ও বাজাজ কালেকশন।
ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চার ই-কমার্স প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা ইতোপূর্বে পরিচালিত হলে তা জানাতে হবে। পাশাপাশি হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও পাঠাতে হবে।
এর আগে মঙ্গলবার (২৯ জুন) সাতটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছিলো বিএফআইইউ। প্রতিষ্ঠান সাতটি হলো- আলেশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডটকম।
বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: