বিনোদন ডেস্ক : ভেঙে গেলো বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা আমির খানের সংসার। কিরণ রাও-য়ের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি। শনিবার (৩ জুলাই) লিখিত বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন আমির খান ও কিরণ রাও।
বিবৃতিতে আমির-কিরণ জানান, বেশ কিছু দিন ধরেই তারা বিচ্ছেদের কথা ভাবছিলেন। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দিলেন। তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের জন্য তারা সবসময় সুসম্পর্ক বজায় রাখবেন।
বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে কাটানো ১৫টি সুন্দর বছরে আমরা অনেক আনন্দ ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের মাঝে ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা আজাদের (সন্তান) অভিভাবকই থাকবো, একসঙ্গে বড় করে তুলবো তাকে।
আমরা একসঙ্গে ছবি বানাবো, পানি ফাউন্ডেশন চালাবো এবং অন্যান্য প্রজেক্টের কাজ করবো। আমাদের সম্পর্কের এই নতুন ধাপে পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ। তাদের ছাড়া নিশ্চিন্তে এই পদক্ষেপ নিতে পারতাম না। আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা ও দোয়া চাই।
উল্লেখ্য, আমির খান অভিনীত ‘লাগান’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও। সেখানেই তাদের প্রথম পরিচয়। এরপর ২০০৫ সালে সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির ও কিরণ। ২০১১ সালে সারোগেট পদ্ধতিতে একটি পুত্র সন্তানের বাবা-মা হন তারা।
বিজনেস আওয়ার/০৩ জুলাই, ২০২১/এ