ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের নিট মুনাফা ৭ হাজার ২৬৬ কোটি টাকা, শীর্ষে ডাচ-বাংলা

করোনা মহামারির মধ্যেও ব্যাংকগুলোর নিট মুনাফা বাড়ছে নিয়মিতভাবে। যার ধারবাহিকতায় আগের বছরের তুলনায় ২০২০ সালে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা বেড়েছে ১৮১ কোটি ৬১ লাখ টাকা। যাতে ব্যাংকগুলোর ২০২০ সালে ৭ হাজার ২৬৬ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

ব্যাংকগুলোর ২০২০ সালের সমন্বিত (সাবসিডিয়ারিসহ) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকাভুক্ত ৩১ ব্যাংকের ২০১৯ সালের শেষে মোট ৩০ হাজার ৮৬৮ কোটি ১৫ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। যা ২০২০ সালের শেষে বেড়ে হয়েছে ৩২ হাজার ৮৮৩ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে ১ বছরে বা ২০২০ সালে পরিশোধিত মূলধন বেড়েছে ২ হাজার ১৪ কোটি ৮৮ লাখ টাকা। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে বাড়ানো হয়েছে।  

এই পরিশোধিত মূলধনের পাশাপাশি করোনার দ্বিতীয় বছরে (২০২০ সাল) ব্যাংকগুলোর ১৮১ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা বেড়েছে। এর আগে ২০১৯ সালের ব্যবসায় বেড়েছিল ১৬৬ কোটি ৭ লাখ টাকা।

ব্যাংকগুলোর ২০১৯ সালের ৭ হাজার ৮৪ কোটি ২২ লাখ টাকার নিট মুনাফা বেড়ে ২০২০ সালে হয়েছে ৭ হাজার ২৬৫ কোটি ৮৩ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, করোনাভাইরাসের কারনে ব্যাংক খাতের মুনাফায় ধস নামবে বলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল। প্রকৃতপক্ষে করোনাভাইরাস হলেও ব্যাংকের সুদ গণনা কিন্তু থেমে নেই। আর এটাই ব্যাংকের মুনাফার প্রধান উৎস। তাই মুনাফায় পতন হয়নি। যে কারনে এবারও আগের ন্যায় ভালো মুনাফা হয়েছে। 

আরও পড়ুন……
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের অনৈতিকতায় পরিচালনা পর্ষদে অন্তর্দ্বন্দ্ব

ব্যাংকগুলোর ২০২০ সালে ৭ হাজার ২৬৫ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা হলেও এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে বিতরন করা হবে ২ হাজার ৪৫২ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে মুনাফার ৩৩.৭৬ শতাংশ বিতরন করা হবে। বাকি ৪ হাজার ৮১২ কোটি ৯৫ লাখ টাকা বা ৬৬.২৪ শতাংশ ব্যাংকেই থেকে যাবে। যার একটি অংশ বোনাস শেয়ারের জন্য পরিশোধিত মূলধনে ও বাকি অংশ সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৪৯ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করে শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। এরপরে ৪৭৯ কোটি ৫৫ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমেছে ইসলামী ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৪৪১ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের।

২০২০ সালে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ১৮ কোটি ৪১ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে রূপালি ব্যাংকের। ওই বছরে ব্যাংকটির ২০ কোটি ২৯ লাখ টাকা মুনাফা হয়েছে। আর দ্বিতীয় সর্বনিম্ন ৩৯ কোটি ৪১ লাখ টাকা এবি ব্যাংকের ও তৃতীয় সর্বনিম্ন ৯৭ কোটি ৪ লাখ টাকা মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-

ব্যাংকের নামমুনাফা-২০২০ (কোটি টাকা)মুনাফা-২০১৯ (কোটি টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা)
ডাচ-বাংলা ব্যাংক৫৪৯.৮৭৪৩৪.১৪৬৩২.৫০
ইসলামী ব্যাংক৪৭৯.৫৫৫৪৮.০৬১৬১০
ব্র্যাক ব্যাংক৪৪১.৩৪৪৫৮.২৬১৩৯২.১৭
দি সিটি ব্যাংক৪৩৬.৪২২৬৩.৫২১০৬৭.২১
ইস্টার্ন ব্যাংক৪১৮.০৪৩৯৯.০৪৯৫৩.৮৬
পূবালি ব্যাংক৩৭০.৬৮২১৬.২৯১০২৮.২৯
ন্যাশনাল ব্যাংক৩৬১.৮৪৪১২.৩২৩০৬৬.৪২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক২৯৪.৬৪২৮৫.৭৮১২১৭.৫২
­­­এক্সিম ব্যাংক২৮১.৫৩২৩৮.২১১৪১২.২৫
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক২৭৭.৯৯২০৬.৯০৯৪৮.৭৬
যমুনা ব্যাংক২৬৫.৩৬২৫৩.২৪৭৪৯.২৩
আল-আরাফাহ ব্যাংক২৫৬.৬৪২৪২.৭৬১০৬৪.৯০
এনসিসি ব্যাংক২২৩.২৪২১৩.৪৫৯৪৫.৯৩
মার্কেন্টাইল ব্যাংক২২২.৮৩২২২.২০১০৩৩.২২
সাউথইস্ট ব্যাংক২১৫.২০২৫০.৮৬১১৮৮.৯৪
উত্তরা ব্যাংক২১৪.৬৬১৮৭.৪৬৫৬৪.৬৮
প্রিমিয়ার ব্যাংক২০৬.৩৬৩৩৩.৮৬­­১০৪৩.০৭
ব্যাংক এশিয়া২০২.৪৫১৯৫.৭৮১১৬৫.৯১
ঢাকা ব্যাংক১৯৮.৮১১৬২.৩৬৯৪৯.৭৩
শাহজালাল ইসলামী ব্যাংক১৯১.৩৪১৬৬.৩৫১০২৯.১০
প্রাইম ব্যাংক১৮২.৭৯১৬৬.৯৪১১৩২.২৮
ট্রাস্ট ব্যাংক১৮০.১২২০৩.৬৭৬৪৩.৩০
সোশ্যাল ইসলামী ব্যাংক১৫৬.৬৫১৫২.৫৭৯৩৮.০১
ওয়ান ব্যাংক১৩৯.৩৬১৬১৯৩৪.০৪
এনআরবিসি ব্যাংক১৩৮.০৪১১৫.৩০৭৩৭.৬৪
আইএফআইসি ব্যাংক১১৩.৩০২৮২.৭৭১৭০০.৮৭
স্ট্যান্ডার্ড ব্যাংক১০৮.৬৫১৫০.৪৪১০০৫.৯৯
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক৯৭.০৪১৩৩.৭৮৮১২.৫০
এবি ব্যাংক৩৯.৪১১২.৩৩৮৩৫.৮৪
রূপালি ব্যাংক২০.২৯৫৬.৯৬৪১৪.১৭
আইসিবি ইসলামীক ব্যাংক(১৮.৬১)(৪২.৩৮)৬৬৪.৭০
মোট৭২৬৫.৮৩৭০৮৪.২২৩২৮৮৩.০৩

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ৭ম স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ২৬তম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৬১০ কোটি টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ২য় অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪১৪ কোটি ১৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে রূপালি ব্যাংক মুনাফায়ও সবার তলানিতে রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৫৬৪ কোটি ৬৮ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৬তম অবস্থানে রয়েছে রূপালি ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৬৩২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১ম অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

বর্তমানে ১৬টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাংকের নিট মুনাফা ৭ হাজার ২৬৬ কোটি টাকা, শীর্ষে ডাচ-বাংলা

পোস্ট হয়েছে : ১২:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

করোনা মহামারির মধ্যেও ব্যাংকগুলোর নিট মুনাফা বাড়ছে নিয়মিতভাবে। যার ধারবাহিকতায় আগের বছরের তুলনায় ২০২০ সালে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা বেড়েছে ১৮১ কোটি ৬১ লাখ টাকা। যাতে ব্যাংকগুলোর ২০২০ সালে ৭ হাজার ২৬৬ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

ব্যাংকগুলোর ২০২০ সালের সমন্বিত (সাবসিডিয়ারিসহ) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকাভুক্ত ৩১ ব্যাংকের ২০১৯ সালের শেষে মোট ৩০ হাজার ৮৬৮ কোটি ১৫ লাখ টাকার পরিশোধিত মূলধন ছিল। যা ২০২০ সালের শেষে বেড়ে হয়েছে ৩২ হাজার ৮৮৩ কোটি ৩ লাখ টাকা। এ হিসেবে ১ বছরে বা ২০২০ সালে পরিশোধিত মূলধন বেড়েছে ২ হাজার ১৪ কোটি ৮৮ লাখ টাকা। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে বাড়ানো হয়েছে।  

এই পরিশোধিত মূলধনের পাশাপাশি করোনার দ্বিতীয় বছরে (২০২০ সাল) ব্যাংকগুলোর ১৮১ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা বেড়েছে। এর আগে ২০১৯ সালের ব্যবসায় বেড়েছিল ১৬৬ কোটি ৭ লাখ টাকা।

ব্যাংকগুলোর ২০১৯ সালের ৭ হাজার ৮৪ কোটি ২২ লাখ টাকার নিট মুনাফা বেড়ে ২০২০ সালে হয়েছে ৭ হাজার ২৬৫ কোটি ৮৩ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, করোনাভাইরাসের কারনে ব্যাংক খাতের মুনাফায় ধস নামবে বলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল। প্রকৃতপক্ষে করোনাভাইরাস হলেও ব্যাংকের সুদ গণনা কিন্তু থেমে নেই। আর এটাই ব্যাংকের মুনাফার প্রধান উৎস। তাই মুনাফায় পতন হয়নি। যে কারনে এবারও আগের ন্যায় ভালো মুনাফা হয়েছে। 

আরও পড়ুন……
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের অনৈতিকতায় পরিচালনা পর্ষদে অন্তর্দ্বন্দ্ব

ব্যাংকগুলোর ২০২০ সালে ৭ হাজার ২৬৫ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা হলেও এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে বিতরন করা হবে ২ হাজার ৪৫২ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে মুনাফার ৩৩.৭৬ শতাংশ বিতরন করা হবে। বাকি ৪ হাজার ৮১২ কোটি ৯৫ লাখ টাকা বা ৬৬.২৪ শতাংশ ব্যাংকেই থেকে যাবে। যার একটি অংশ বোনাস শেয়ারের জন্য পরিশোধিত মূলধনে ও বাকি অংশ সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫৪৯ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করে শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। এরপরে ৪৭৯ কোটি ৫৫ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমেছে ইসলামী ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৪৪১ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের।

২০২০ সালে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ১৮ কোটি ৪১ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে রূপালি ব্যাংকের। ওই বছরে ব্যাংকটির ২০ কোটি ২৯ লাখ টাকা মুনাফা হয়েছে। আর দ্বিতীয় সর্বনিম্ন ৩৯ কোটি ৪১ লাখ টাকা এবি ব্যাংকের ও তৃতীয় সর্বনিম্ন ৯৭ কোটি ৪ লাখ টাকা মুনাফা হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-

ব্যাংকের নামমুনাফা-২০২০ (কোটি টাকা)মুনাফা-২০১৯ (কোটি টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা)
ডাচ-বাংলা ব্যাংক৫৪৯.৮৭৪৩৪.১৪৬৩২.৫০
ইসলামী ব্যাংক৪৭৯.৫৫৫৪৮.০৬১৬১০
ব্র্যাক ব্যাংক৪৪১.৩৪৪৫৮.২৬১৩৯২.১৭
দি সিটি ব্যাংক৪৩৬.৪২২৬৩.৫২১০৬৭.২১
ইস্টার্ন ব্যাংক৪১৮.০৪৩৯৯.০৪৯৫৩.৮৬
পূবালি ব্যাংক৩৭০.৬৮২১৬.২৯১০২৮.২৯
ন্যাশনাল ব্যাংক৩৬১.৮৪৪১২.৩২৩০৬৬.৪২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক২৯৪.৬৪২৮৫.৭৮১২১৭.৫২
­­­এক্সিম ব্যাংক২৮১.৫৩২৩৮.২১১৪১২.২৫
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক২৭৭.৯৯২০৬.৯০৯৪৮.৭৬
যমুনা ব্যাংক২৬৫.৩৬২৫৩.২৪৭৪৯.২৩
আল-আরাফাহ ব্যাংক২৫৬.৬৪২৪২.৭৬১০৬৪.৯০
এনসিসি ব্যাংক২২৩.২৪২১৩.৪৫৯৪৫.৯৩
মার্কেন্টাইল ব্যাংক২২২.৮৩২২২.২০১০৩৩.২২
সাউথইস্ট ব্যাংক২১৫.২০২৫০.৮৬১১৮৮.৯৪
উত্তরা ব্যাংক২১৪.৬৬১৮৭.৪৬৫৬৪.৬৮
প্রিমিয়ার ব্যাংক২০৬.৩৬৩৩৩.৮৬­­১০৪৩.০৭
ব্যাংক এশিয়া২০২.৪৫১৯৫.৭৮১১৬৫.৯১
ঢাকা ব্যাংক১৯৮.৮১১৬২.৩৬৯৪৯.৭৩
শাহজালাল ইসলামী ব্যাংক১৯১.৩৪১৬৬.৩৫১০২৯.১০
প্রাইম ব্যাংক১৮২.৭৯১৬৬.৯৪১১৩২.২৮
ট্রাস্ট ব্যাংক১৮০.১২২০৩.৬৭৬৪৩.৩০
সোশ্যাল ইসলামী ব্যাংক১৫৬.৬৫১৫২.৫৭৯৩৮.০১
ওয়ান ব্যাংক১৩৯.৩৬১৬১৯৩৪.০৪
এনআরবিসি ব্যাংক১৩৮.০৪১১৫.৩০৭৩৭.৬৪
আইএফআইসি ব্যাংক১১৩.৩০২৮২.৭৭১৭০০.৮৭
স্ট্যান্ডার্ড ব্যাংক১০৮.৬৫১৫০.৪৪১০০৫.৯৯
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক৯৭.০৪১৩৩.৭৮৮১২.৫০
এবি ব্যাংক৩৯.৪১১২.৩৩৮৩৫.৮৪
রূপালি ব্যাংক২০.২৯৫৬.৯৬৪১৪.১৭
আইসিবি ইসলামীক ব্যাংক(১৮.৬১)(৪২.৩৮)৬৬৪.৭০
মোট৭২৬৫.৮৩৭০৮৪.২২৩২৮৮৩.০৩

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। তবে ব্যাংকটি মুনাফার হিসাবে রয়েছে ৭ম স্থানে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে আইএফআইসি ব্যাংক মুনাফায় ২৬তম স্থানে রয়েছে। এছাড়া ১ হাজার ৬১০ কোটি টাকার তৃতীয় সর্বোচ্চ পরিশোধিত মূলধন নিয়ে ইসলামী ব্যাংক মুনাফায় ২য় অবস্থানে রয়েছে।

অপরদিকে সবচেয়ে কম ৪১৪ কোটি ১৭ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে রূপালি ব্যাংক মুনাফায়ও সবার তলানিতে রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বনিম্ন ৫৬৪ কোটি ৬৮ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১৬তম অবস্থানে রয়েছে রূপালি ব্যাংক। এছাড়া তৃতীয় সর্বনিম্ন ৬৩২ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন নিয়ে মুনাফায় ১ম অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

বর্তমানে ১৬টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: