ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

  • পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • 35

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ক্যারিবীয়দের বিপক্ষে ২৫ রানে জিতে ৩-২ ব্যবধানে শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক। ডানহাতি-বাঁহাতির জুটিতে মাত্র ১৩.৪ ওভারে আসে ১২৮ রান। মারক্রাম ৪৮ বলে করেন ৭০ রান। ককের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬০ রান।

তবে এ দুজন ফিরে যাওয়ার পর হতাশ করেন ডেভিড মিলার (১৬ বলে ১৮), রসি ফন ডার ডুসেন (২ বলে ১) ও উইয়ান মাল্ডাররা (৯ বলে ৯)। ফলে ১৬৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২ উইকেট নেন ৩৯ বছর বয়সী ফিদেন এডওয়ার্ডস। এছাড়া ডোয়াইন ব্রাভো ও ওভেদ ম্যাকয়ের শিকার ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ক্যারিবীয়দের হয়ে রানের দেখা পেয়েছেন শুধুমাত্র এভিন লুইস। এ বাঁহাতি ওপেনার করেন ৫২ রান। এছাড়া লেন্ডল সিমনস ৩, ক্রিস গেইল ১১, শিমরন হেটমায়ার ৩৩, কাইরন পোলার্ড ১৩, আন্দ্রে রাসেল ০, নিকোলাস পুরান ২০ ও ডোয়াইন ব্রাভো করেন ১ রান। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। কাগিসো রাবাদা ও উইয়ান মাল্ডারের শিকার ২টি করে উইকেট।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ক্যারিবীয়দের বিপক্ষে ২৫ রানে জিতে ৩-২ ব্যবধানে শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক। ডানহাতি-বাঁহাতির জুটিতে মাত্র ১৩.৪ ওভারে আসে ১২৮ রান। মারক্রাম ৪৮ বলে করেন ৭০ রান। ককের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬০ রান।

তবে এ দুজন ফিরে যাওয়ার পর হতাশ করেন ডেভিড মিলার (১৬ বলে ১৮), রসি ফন ডার ডুসেন (২ বলে ১) ও উইয়ান মাল্ডাররা (৯ বলে ৯)। ফলে ১৬৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২ উইকেট নেন ৩৯ বছর বয়সী ফিদেন এডওয়ার্ডস। এছাড়া ডোয়াইন ব্রাভো ও ওভেদ ম্যাকয়ের শিকার ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ক্যারিবীয়দের হয়ে রানের দেখা পেয়েছেন শুধুমাত্র এভিন লুইস। এ বাঁহাতি ওপেনার করেন ৫২ রান। এছাড়া লেন্ডল সিমনস ৩, ক্রিস গেইল ১১, শিমরন হেটমায়ার ৩৩, কাইরন পোলার্ড ১৩, আন্দ্রে রাসেল ০, নিকোলাস পুরান ২০ ও ডোয়াইন ব্রাভো করেন ১ রান। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। কাগিসো রাবাদা ও উইয়ান মাল্ডারের শিকার ২টি করে উইকেট।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: