ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদেশে পড়ালেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার এবং টিকা দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ কথা বলেন। এছাড়া এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন দিতে বলেছেন। লেখাপড়ার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে।

এসব শিক্ষার্থীর কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে বলেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।

শিক্ষার্থীদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, আপনি শিক্ষার্থীদের অসুবিধা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে একটি রিকোয়েস্ট লেটার দেন। তাদের তো আপনার অসুবিধা জানতে হবে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে বললেন হাইকোর্ট

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদেশে পড়ালেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার এবং টিকা দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ কথা বলেন। এছাড়া এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন দিতে বলেছেন। লেখাপড়ার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে।

এসব শিক্ষার্থীর কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে বলেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।

শিক্ষার্থীদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, আপনি শিক্ষার্থীদের অসুবিধা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে একটি রিকোয়েস্ট লেটার দেন। তাদের তো আপনার অসুবিধা জানতে হবে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: