বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর চারটি হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতলের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।
মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এক রোগীর মৃত্যু হয়েছে।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২১/কমা