স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার রেফারি আর আর্জেন্টিনার ম্যাচে দেখা গেছে ব্রাজিলের রেফারি। এরপরই মনে করা হচ্ছিল এই নিয়মেই সেমিফাইনালের রেফারি নির্বাচন করা হবে। কিন্তু এবার কোপা আমেরিকায় সেই সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে।
দুই সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে পেলেন ভেনেজুয়েলা ও চিলির দুই রেফারি। সহকারী হিসেবেও এই দুই ম্যাচে নেই ব্রাজিল-আর্জেন্টিনার রেফারি। আয়োজক সংস্থা কনমেবল সতর্ক থেকেই নিয়োগ দিয়েছে দুই সেমির রেফারি। মূলত বিতর্ক এড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
কোপার সেমিতে বাংলাদেশ সময় মঙ্গলবার (০৬ জুলাই) ভোর পাঁচটায় ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। যেখানে মূল রেফারির দায়িত্বে থাকবেন চিলির রবার্তো তোবার। ভিডিও এসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন প্যারাগুয়ের দারলিস লোপেজ।
বুধবার (০৭ জুলাই) সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। যেখানে রেফারি হিসেবে থাকবেন ভেনেজুয়েলার হেসুস ভ্যালেনজুয়েলা। আর এ ম্যাচে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন চিলির হুলিও বাসকুনান।
বিজনেস আওয়ার/০৫ জুলাই, ২০২১/এ