রেজোয়ান আহমেদ : ২০২১ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায় ৭০ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রাইম ব্যাংক। আর পতনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক।
ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ৩০টির প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। এখনো রূপালি ব্যাংকের পর্ষদ সভা হয়নি এবং করার জন্য তারিখও নির্ধারন করা হয়নি।
পর্ষদ সভা করা ৩০টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের প্রথম প্রান্তিকে ২১টি বা ৭০ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ৯টি বা ৩০ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। এরমধ্যে ১টি ব্যাংকের লোকসান বেড়েছে।
২০২১ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে প্রাইম ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৯১ শতাংশ। এরপরে ১০০ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবি ব্যাংক। আর ৫২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে এনআরবিসি ব্যাংক।
এদিকে গত কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংক ইপিএসে শীর্ষে থাকলেও ২০২০ সালের ১ম প্রান্তিকে তার পরিবর্তন ঘটে। তবে ২০২১ সালের ১ম প্রান্তিকে সেই স্থান পূণ:রুদ্ধার করেছে ব্যাংকটি। আগের বছরের থেকে ২০ শতাংশ বেড়ে ডাচ-বাংলা ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৬৫ টাকা। এরপরে ১৩ শতাংশ বেড়ে যমুনা ব্যাংকের ২য় সর্বোচ্চ ১.৬০ টাকা ইপিএস হয়েছে। আর ১৯১ শতাংশ বেড়ে ৩য় সর্বোচ্চ ১.৩৪ টাকা ইপিএস হয়েছে প্রাইম ব্যাংকের।
নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের ১ম প্রান্তিকের মাসের ইপিএস (টাকা) | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | বৃদ্ধির হার |
প্রাইম ব্যাংক | ১.৩৪ | ০.৪৬ | ১৯১% |
এবি ব্যাংক | ০.১৬ | ০.০৮ | ১০০% |
এনআরবিসি ব্যাংক | ০.৪৪ | ০.২৯ | ৫২% |
ব্র্যাক ব্যাংক | ০.৯৩ | ০.৬৬ | ৪১% |
দি সিটি ব্যাংক | ০.৯৮ | ০.৭৫ | ৩১% |
সাউথইস্ট ব্যাংক | ১.২২ | ০.৯৬ | ২৭% |
ইউসিবি ব্যাংক | ০.৪০ | ০.৩২ | ২৫% |
এক্সিম ব্যাংক | ০.০৫ | ০.০৪ | ২৫% |
ইস্টার্ন ব্যাংক | ১.২৮ | ১.০৩ | ২৪% |
ডাচ-বাংলা ব্যাংক | ১.৬৫ | ১.৩৭ | ২০% |
মার্কেন্টাইল ব্যাংক | ০.৬৪ | ০.৫৫ | ১৬% |
পূবালী ব্যাংক | ০.৯৮ | ০.৮৬ | ১৪% |
যমুনা ব্যাংক | ১.৬০ | ১.৪২ | ১৩% |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ০.৮১ | ০.৭২ | ১৩% |
ট্রাস্ট ব্যাংক | ১.০১ | ০.৯১ | ১১% |
প্রিমিয়ার ব্যাংক | ০.৬০ | ০.৫৫ | ৯% |
শাহজালাল ইসলামি ব্যাংক | ০.৬৫ | ০.৬১ | ৭% |
ওয়ান ব্যাংক | ০.৮৪ | ০.৭৯ | ৬% |
ইসলামী ব্যাংক | ০.৪৫ | ০.৪৩ | ৫% |
আইএফআইসি ব্যাংক | ০.৪৬ | ০.৪৪ | ৫% |
ঢাকা ব্যাংক | ০.৬৭ | ০.৬৫ | ৩% |
আরও পড়ুন……
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের স্বৈরাচারীতে ১২০ কোটি টাকা নিয়ে ভারতে চম্পট আগারওয়ালা দম্পতি
ব্যবসায় পতন সত্ত্বেও ওটিসি থেকে ফেরা ৪ কোম্পানির অর্ধেক মাসেই গড়ে ২৪৩ শতাংশ করে দর বৃদ্ধি
আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস কমেছে ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির ৫৭ শতাংশ ইপিএস কমেছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ শতাংশ কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। আর ৫২ শতাংশ কমে ৩য় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।
নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | পতনের হার |
ন্যাশনাল ব্যাংক | ০.১৩ | ০.৩০ | (৫৭%) |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ০.১৭ | ০.৩৬ | (৫৩%) |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ০.৩২ | ০.৬৬ | (৫২%) |
আল-আরাফাহ ব্যাংক | ০.২৬ | ০.৫১ | (৪৯%) |
উত্তরা ব্যাংক | ০.৮৪ | ১.৩৪ | (৩৭%) |
এনসিসি ব্যাংক | ০.৫৫ | ০.৮২ | (৩৩%) |
স্যোশাল ইসলামী ব্যাংক | ০.৩৩ | ০.৩৭ | (১১%) |
ব্যাংক এশিয়া | ১.০৫ | ১.১৬ | (৯%) |
আগের বছরের ১ম প্রান্তিকের ন্যায় ২০২১ সালের ১ম প্রান্তিকেও আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান হয়েছে। ব্যাংকটির এ বছরের ১ম প্রান্তিকে ৬৭ শতাংশ লোকসান বেড়েছে।
নিম্নে লোকসানি ব্যাংকের তথ্য তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | ২০২০ সালের ১ম প্রান্তিকের ইপিএস (টাকা) | পতনের হার |
আইসিবি ইসলামিক ব্যাংক | (০.১৫) | (০.০৯) | (৬৭%) |
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/আরএ