স্পোর্টস ডেস্ক : প্রায় ৮ বছর পর পূর্ণঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ করলেও একদিনের ক্রিকেটে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি সফরকারীরা। সিরিজ হারতে হয় ১-২ ব্যবধানে।
৮ বছর পর এবার সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। যেটি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (৭ জুলাই)। এবার অবশ্য পরিষ্কার ফেভারিট সাকিব আল হাসান, তামিম ইকবালরা। তবুও সফরটা সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।
তিনি বলেন, জিম্বাবুয়েকে প্রতিপক্ষ হিসেবে আমরা যতটা সহজ ভাবছি, ততটা সহজ হবে না। ওদের মাটিতে শেষ কয়েক সিরিজ ওরা খুবই ভালো ক্রিকেট খেলছে। ওদের উইকেট, ওদের আবহাওয়া অনুযায়ী ওরা বেশ শক্তিশালী। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আমি মনে করছি।
আফতাব বলেন, সম্প্রতি ঘরে মাঠে ভিন্ন এক জিম্বাবুয়েকে দেখা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট দল সেখানে গিয়ে সিরিজ জিতে আসলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও রঙিন পোশাকের দুই ফরম্যাটে ছেড়ে কথা বলেনি জিম্বাবুয়ে।
এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও দুটি টেস্ট খেলা উচিৎ ছিল আমাদের। ঘরোয়া ক্রিকেটে আমাদের লঙ্গার ভার্সনে দুটি টুর্নামেন্ট আছে, তবে এই দুই টুর্নামেন্ট মিলিয়েও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না। আর এখন তো করোনার কারণে সেই দুই টুর্নামেন্টও নিয়মিত হয় না।
আফতাব, আমার মনে হয় একটা টেস্ট হওয়ায় একটু চ্যালেঞ্জিং হবে। আমাদের কিন্তু টেস্টের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেখানে মানিয়ে নেওয়া একটু কঠিন ব্যাপার হবে। সেখানে মাত্র একটি টেস্টে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল। আসলে রেজাল্ট কি হবে এটি বলা মুশকিল।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/এ