স্পোর্টস ডেস্ক : আসছে ৮ আগস্ট ৪০ বছর পূর্ণ হবে রজার ফেদেরারের। সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা এবার উঠলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। সোমবার সেন্টার কোর্টে শেষ ষোলোর ম্যাচে আটবারের উইম্বলডন চ্যাম্পিয়নের সামনে অসহায় আত্মসমর্পন করলেন লরেন্সো সোনেগো।
দুই ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে ইতালিয়ান সোনেগো ৭-৫, ৬-৪, ৬-২ গেমে হারালেন ফেদেরার। একইসঙ্গে গড়লেন অনন্য এক রেকর্ড। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে পা রাখলেন উইম্বলডন পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে। রীতিমতো ইতিহাসই গড়লেন ফেদেরার।
কোয়ার্টার ফাইনালে যেভাবে উঠলেন তাতে, লন্ডনের ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের আরেকটি ট্রফি তার হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিপক্ষকে এদিন দাঁড়াতেই দিলেন না তিনি। মাঝে বৃষ্টি যা একটু বাধা হয়ে দাঁড়াল। এরপর হাসি মুখে কোর্ট ছাড়েন এই কিংবদন্তি।
ম্যাচ শেষে ফেদেরার বলেন, এটা আমার কাছে বড় এক মুহূর্ত। দারুণ খুশি আমি। সোনেগোর বিরুদ্ধে বেশ কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে উত্তেজিত আমি।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/এ