ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর লকডাউনে রাস্তায় শুটিং, মুচলেকায় মুক্তি

  • পোস্ট হয়েছে : ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • 25

বিনোদন ডেস্ক : কঠোর বিধি-নিষেধের মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি রাস্তায় নাটকের শুটিং চলছিলো। খবর পেয়ে পুলিশ এসে শুটিংটি বন্ধ করে দিয়ে নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের থানায় ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।

জানা গেছে, পরিচালক নাসিরউদ্দিন মাসুদ খিলগাঁওয়ের সি ব্লকে ১২ জনের একটি ইউনিট নিয়ে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নাটকের শুটিং করছিলেন। সেসময় শুটিংস্থলে মানুষের জটলা বেঁধে যায়। পরে পুলিশ এসে নির্মাতাসহ সবাইকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, খিলগাঁওয়ের সি ব্লকে প্রায় ১৩ জনের একটি শুটিং টিম করোনার ওপর প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন। যেহেতু দেশব্যাপী কঠোর লকডাউন চলছে এরমধ্যে ভিড় জমিয়ে শুটিং করায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে যাই।

তিনি বলেন, আমরা পরিচালকের কাছে শুটিং করার অনুমতি আছে কি না জানতে চাই এবং কাগজপত্র দেখাতে বলি। তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। লকডাউনের নিয়ম অমান্য এবং ভিড় জমিয়ে শুটিং করার কারণে আমরা তাদের থানায় নিয়ে আসি। পরে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউসের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কঠোর লকডাউনে রাস্তায় শুটিং, মুচলেকায় মুক্তি

পোস্ট হয়েছে : ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : কঠোর বিধি-নিষেধের মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি রাস্তায় নাটকের শুটিং চলছিলো। খবর পেয়ে পুলিশ এসে শুটিংটি বন্ধ করে দিয়ে নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের থানায় ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।

জানা গেছে, পরিচালক নাসিরউদ্দিন মাসুদ খিলগাঁওয়ের সি ব্লকে ১২ জনের একটি ইউনিট নিয়ে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নাটকের শুটিং করছিলেন। সেসময় শুটিংস্থলে মানুষের জটলা বেঁধে যায়। পরে পুলিশ এসে নির্মাতাসহ সবাইকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, খিলগাঁওয়ের সি ব্লকে প্রায় ১৩ জনের একটি শুটিং টিম করোনার ওপর প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন। যেহেতু দেশব্যাপী কঠোর লকডাউন চলছে এরমধ্যে ভিড় জমিয়ে শুটিং করায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে যাই।

তিনি বলেন, আমরা পরিচালকের কাছে শুটিং করার অনুমতি আছে কি না জানতে চাই এবং কাগজপত্র দেখাতে বলি। তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। লকডাউনের নিয়ম অমান্য এবং ভিড় জমিয়ে শুটিং করার কারণে আমরা তাদের থানায় নিয়ে আসি। পরে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউসের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: