বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসি তারিক আমিন ভূইয়া। মঙ্গলবার (০৬ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দিয়েছে।
এর আগে গতকাল (০৫ জুলাই) এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করে ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন তরিকুল আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগে অনুমোদন দিয়েছে।
তারিক আমিন ভূইয়া হলেন ফ্রেন্ডশীপ এনজিওর আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনীর প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহি চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও।
অন্য দুইজনের মধ্যে অভিজিৎ কুমার সাহা হলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-প্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব।
প্রায় ৬ মাস পরে এসে এমডি পেতে যাচ্ছে ডিএসই। এর আগে সাবেক এমডি সানাউল হক গতবছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। যা ২১ অক্টোবর ডিএসইর পর্ষদ সভায় গৃহিত হয়। যিনি ৭ জানুয়ারি বিদায় নেন।
আরও পড়ুন…..
শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ল
বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোন কাজ কাউকে করতে দেব না
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/আরএ
One thought on “ডিএসইর এমডি হলেন তারিক আমিন ভূইয়া”