আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় নিখোঁজ হওয়া হওয়া এন-২৬ বিমানের সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থাগুলো। উদ্ধার কর্মীরা বলছে, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ২৮ আরোহীসহ বিমানটি নিখোজ হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করার জানা যায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।
সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিরুপ আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করার পর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটির চলাচল পরিচালনা করে আসছিল।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় একটি উদ্ধারকারী হেলিকপ্টার আর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে একটি দল পাঠানোর পর বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি খুঁজে পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার আরেক সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ২২ জন যাত্রী ও ছয় জন ক্রুসসহ মোট ২৮ জন আরোহী ছিলেন। বিমানটিতে অন্যদের সঙ্গে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন বলে জানানো হয়েছে।
বিজনেস আওয়ার/০৬ জুলাই, ২০২১/এ