বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউরো কাপের সেমিতে ৪-২ গোলে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালি। মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে স্পেনকে হারায় তারা। আজকের জয় নিয়ে ইতালি টানা ৩২ ম্যাচ অপরাজিত রয়েছে।
১৯৬৮ সালে প্রথম ইউরো জিতলেও ২০০০ ও ২০১২ সালে ফাইনালে উঠেও আর জয় করা হয়নি এই শিরোপা। তবে এবার দ্বিতীয় বার শিরোপা জেতার অপেক্ষায় ইতালি। ইতালির প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে বুধবারের ইংল্যান্ড-ডেনমার্ক সেমিফাইনালের পর।
শুরু থেকে ইতালি আক্রমণে যায়। ৪ মিনিটে এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট। তা আঘাত করে গোলপোস্টে। বল জালে জড়ালেও লাভ হতো না, কারণ অফসাইড ছিল।
স্পেনের প্রথম সুযোগ আসে ১৩ মিনিটে। পেদ্রির পাস থেকে ওয়ারজাবালের শট ওই যাত্রায় বিপদমুক্ত করেন বোনুচ্চি। দুই মিনিট পর ফেরানের লম্বা শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়।
২১ মিনিটে গোলপোস্ট অরক্ষিত রেখে বলের দখল হারান স্পেন গোলকিপার উনাই সিমন। চার মিনিট পর ওয়ারজাবালের বাড়ানো বল থেকে ওলমো স্পেনকে এগিয়ে নেওয়ার মুহূর্ত তৈরি করেন। প্রথমে তার শট বোনুচ্চি ব্লক করে দেন। পরে ফিরতি শট নেন ওলমো, তা ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান ইতালি গোলকিপার দোনারুমা।
প্রথমার্ধের শেষ মিনিটে ইনসিগনে ড্রিবল করে দুই স্প্যানিশ খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন এমারসনকে। ভালোই সুযোগ ছিল গোলের। কিন্তু এমারসনের আড়াআড়ি শট গোলবারে আঘাত করে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে।
বিরতি পর ৫২ মিনিটে বুশকেটসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ম্যাচঘড়ির কাটা ঘণ্টাতে পড়তেই চমৎকার কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ইতালি। ওয়ারজাবালের শট সেভ করেই বল মাঝমাঠে পাঠান দোনারুমা। লাপোর্তের ট্যাকলেও বল ধরে রাখে ইতালি, ইম্মোবিলের পাস থেকে বল নিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন চিয়েসা। ৬০ মিনিটে লিড নেয় আজ্জুরিরা।
৬৫ মিনিটে কোকের ভাসানো ক্রস দূরের পোস্টে পৌঁছায়। ওয়ারজাবাল সময়মতো পায়ে বল ছোঁয়াতে পারলে স্পেন সমতায় ফিরতো। তিন মিনিট পর বক্সের ডান দিক থেকে বেরার্দির নিচু শট পা দিয়ে আটকে দেন সিমন।
৮০ মিনিটে আজপিলিকুয়েতার ভুল পাসে গোল খেতে বসেছিল স্পেন। ইনসিগনে বল পায়ে পেয়েই বক্সের প্রান্তে পেসিনাকে বল পাঠান, কিন্তু তার শট সোজা চলে যায় সিমনের হাতে। কয়েক মুহূর্তের মধ্যে লাপোর্তের কাছ থেকে বল পেয়ে ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা খুঁজে বের করেন মোরাতা, তারপর বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। সমতায় ফেরে স্পেন। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচের সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়।
অতিরিক্ত সময়ে ইতালি গোলের দেখা পেয়েছিল বেরার্দির সৌজন্যে। কিন্তু গোল করার আগে বল পায়ে নেওয়ার সময় অফসাইডে ছিলেন তিনি। শেষে টাইব্রেকারে ফলাফল যায় ইতালির পক্ষে।
বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/কমা