ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪০ লাখ ৯ হাজার

  • পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • 27

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে এখন পর্যন্ত ১৮ কোটি ৫৩ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ৯ হাজার এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ১৬ কোটি ৯৭ লাখ মানুষ। বুধবার (৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ লাখ ২১ হাজার ৬৬৩ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ১৮১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৮২৩ জন।

ক্ষতিগ্রস্তের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৯৬৭ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ১৬ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৬৪৬ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৩ হাজার ৪৫০ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। এখন পর্যন্ত দেশে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের। সেরে উঠেছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪০ লাখ ৯ হাজার

পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে এখন পর্যন্ত ১৮ কোটি ৫৩ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ৯ হাজার এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ১৬ কোটি ৯৭ লাখ মানুষ। বুধবার (৭ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ লাখ ২১ হাজার ৬৬৩ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ১৮১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৮২৩ জন।

ক্ষতিগ্রস্তের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৯৬৭ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ১৬ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৬৪৬ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৩ হাজার ৪৫০ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। এখন পর্যন্ত দেশে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের। সেরে উঠেছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: